এইকাল নিউজ:
আগে দশ বার হেরেছে।এবার হাবরা থেকে একাদশতম বার হেরে নির্বাচনে পরাজয়ের নতুন রেকর্ড করবেন রাহুল সিনহা। হাবড়ার বিজেপি প্রার্থীকে এই ভাষাতেই কটাক্ষ করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
জয়ের বিষয়ে ২০০ শতাংশ আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয়। বিপক্ষের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহাকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ তিনি। বললেন, ‘ওঁর (রাহুল সিনহা) সঙ্গে আবার কী লড়াই করব! উনি তো আগে থেকেই হেরে বসে আছেন। এর আগে বিভিন্ন ভোটে দশ বার হেরেছেন। এবার একাদশতম বার হারবেন।’ তাঁর কটাক্ষ, ‘বিন্দুমাত্র লজ্জা থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন না।’ একই সঙ্গে তিনি বলেন, ‘রাহুল সিনহার জায়গায় যদি বিজেপি অন্য কাউকেও প্রার্থী করত, তাহলে তাঁকেও হারাতাম। শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে আসবেন আর ভোট পেয়ে জিতে চলে যাবেন। বাংলা এতো সহজ জায়গা নয়। সারাবছর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হয়। কে বিপক্ষে দাঁড়াচ্ছেন সেটা ফ্যাক্টর নয়। ভাজপা সিপিএম কংগ্রেস সব এক। ওদের মধ্যে দ্বিতীয় তৃতীয় হওয়ার লড়াই হবে। মানুষের ভোটে তৃণমূল এই কেন্দ্রে প্রথম হবে এবং বিপুল ভোটে জিতবে। মানুষের সমর্থন মমতার দিকে রয়েছে। বাকিরা ঝড়ে উড়ে যাবে।’
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জ্যোতিপ্রিয় বলেন, সিপিএমের আমল থেকেই ছাত্র রাজনীতি করেছি। অনেক সন্ত্রাসের সঙ্গে লড়াই করেছি। ভোট লুট করতে এলে বা বহিরাগতদের ঢুকিয়ে অশান্তি পাকাতে এলে মোক্ষম জবাব দেওয়া হবে। সাধারণ মানুষকে নিয়ে তৃণমূল কর্মীরা প্রতিরোধ করবেন।’