Breaking
11 Apr 2025, Fri

একই দিনে দোল-সবেবরাত, শান্তি রক্ষার বৈঠকে সম্প্রীতির আবেদন নৈহাটি পুলিশ প্রশাসনের

শোভনলাল রাহা,এইকাল নিউজ:

সবেবরাত, দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে নৈহাটি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল শান্তি কমিটির বৈঠক। নৈহাটির সমরেশ বসু কক্ষে প্রশাসনের তরফে এই শান্তি বৈঠকে নৈহাটি ও হাজিনগর এলাকার সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
২৮ মার্চ এবছর দোল ও শবেবরাত একই দিনে পড়ায় দু’টি পৃথক সম্প্রদায়ের অনুষ্ঠান যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তা নিয়ে এদিনের শান্তি কমিটির বৈঠকে নিজেদের মত উপস্থাপিত করেন উপস্থিত সদস্যরা।

পাশাপাশি হোলির দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কী কী করণীয় তা নিয়ে বক্তব্য রাখেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
এদিনের শান্তি কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (নর্থ জোন) কে. অমরনাথ। এছাড়াও ছিলেন নৈহাটির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (আই পিএস) সৌম্যদীপ ভট্টাচার্য, নৈহাটি থানার আইসি অরূপপ্রসাদ ঘোষ, হাজিনগর ফাঁড়ির ওসি এসআই উত্তমকুমার সরকার, ওসি ট্রাফিক বিক্রমজিৎ ঘোষ, ওসি এক্সাইজ এসআই অমরচাঁদ মন্ডল, নৈহাটি জিআরপির সেকেন্ড অফিসার এসআই শুভেন্দু ভট্টাচার্য, নৈহাটি থানার সেকেন্ড অফিসার এসআই সত্যজিৎ মন্ডল, নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটির প্রাক্তন পুরপ্রধান পর্ষদ সনৎ দে, চশমা বাবা মাজার কমিটির আবদুল গনি খান, নয়াবাজার কবরস্থান কমিটির সম্পাদক জামসেদ আখতার প্রমুখ।

Developed by