শোভনলাল রাহা, এইকাল নিউজ:
ভোটের মুখে নৈহাটিতে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ হতে নাতে দুই অস্ত্র কারবারীকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। মঙ্গলবারের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
এদিন সন্ধ্যায় নৈহাটি থানার আইসি আরুপপ্রসাদ ঘোষ ও এসিপি নৈহাটি সৌম্যদীপ ভট্টাচার্যকে পাশে নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (নর্থ জোন) কে অমরনাথ জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নৈহাটি থানার অন্তর্গত ভবাগাছি গ্রামে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। বাজেয়াপ্ত করা হয় ২টি বন্দুক, বেশ কয়েক রাউন্ড গুলি এবং কিছু বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃতদের এদিনই আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ডিসিপি জানান, ধৃতদের দুজনেই বেআইনি অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত। দুজনেই জগদ্দল বিধানসভা এলাকার অন্তর্গত ভবাগাছি গ্রামেরই বাসিন্দা। তাদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করবে এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে। এখানে তৈরি অস্ত্র কোথায় কাদের সরবরাহ করা হত, তাও তদন্ত করে দেখছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে বলে মনে করছে না পুলিশ। যদিও ভোটের মুখে এই বেআইনি অস্ত্র কারবারের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উল্লেখ্য, জগদ্দল বিধানসভা সহ সমগ্র ব্যারাকপুর লোকসভা এলকায় নির্বাচন আগামী ২২ এপ্রিল। রাজনৈতিক মহলে গুঞ্জন, ভোটে অশান্তি ও সন্ত্রাসের আবহ তৈরি করতেই মাথা চারা দিচ্ছে বেআইনি অস্ত্র করবার। তবে কাদের মদতে এই কারবার চলছে, তা নিয়ে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে শাসক-বিরোধী দুই শিবিরেই।