এইকাল নিউজ:
২ মে, নির্বাচনী ফলপ্রকাশের পর তৃণমূলের গুন্ডাদের গণধোলাই হবে। ওদের উপর 2 মে এর পর জনরোষ আছড়ে পড়বে। হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মনোনয়নের দিন বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের ওপর হামলা প্রসঙ্গে একথা বলেন তিনি।
ছেলে পবন সিং ভাটপাড়ার বিদায়ী বিধায়ক। এবারেও ভাটপাড়ার বিজেপি প্রার্থী তিনি। সেই পবনকে পাশে নিয়েই অর্জুন বলেন, ‘শুভ্রাংশুর মনোনয়নে তৃণমূলের গুন্ডাবাহিনী গুলি চালাচ্ছে প্রশাসনিক ভবনের সামনে, আর পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে।’
বাহুবলী সাংসদ বলেন, ‘তৃণমূলের কপাল ভালোযে, ঘটনার সময় আমি ছিলাম না।’
এরপরই পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, ‘কিছু পুলিশ অফিসার এখনও দলদাস হয়ে কাজ করছে। ২ মে’র পর এইসব দলদাস পুলিশরা টের পাবেন।’