এইকাল নিউজ:
মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে তাঁর পরিবারের হাতে তুলে দিল গরিফা আউট পোস্ট (ফাঁড়ি)-এর পুলিশ। বৃদ্ধের নাম বাবুরাম সরকার। বয়স ৭৫ বছর। হাবরার ফুলতলা এলাকার বাসিন্দা।
নৈহাটির হাজিনগরে ওঝা কমপ্লেক্স থেকে তাঁকে উদ্ধার করে গরিফা আউট পোস্টের আরটি গাড়ি। সেখানে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন ওই বৃদ্ধ। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বৃদ্ধ শুধুমাত্র নিজের নামটুকু বলতে পেরেছিলেন। এলাকায় যে বাড়িতেই নিয়ে যাওয়া হয়, নিজের বাড়ি বলে দাবি করতে থাকেন। স্বাভাবিকভাবেই ধন্দে পড়ে পুলিশ।
তদন্তে নেমে গরিফা পুলিশ ফাঁড়ির সাবইন্সপেক্টর গোপাল বাগ বৃদ্ধের জামার পকেট থেকে ইছাপুরের বিশ্বসুখ সেবাশ্রম সংঘের একটি কার্ড খুঁজে পান। সেই কার্ডের সূত্র ধরে ওই আশ্রমে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন বৃদ্ধ বিশ্বসুখ সেবাশ্রম সংঘের সদস্য। বাড়ি হাবরায়। এরপরই আশ্রম থেকে বাড়ির লোকের ফোন নম্বর জোগাড় করে ফোন করেন গোপালবাবু। বিকেলে আত্মীয়দের সঙ্গে নিয়ে ফাঁড়িতে উপস্থিত হন বৃদ্ধের স্ত্রী সতীরানি সরকার। এরপর সকলের উপস্থিতিতে সতীরানিদেবীর লিখিত আবেদনের ভিত্তিতে বৃদ্ধকে তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
স্ত্রী সতীরানি সরকার জানিয়েছেন, সকালে প্রতিবেশীদের সঙ্গে স্থানীয় একটি মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছিলেন বাবুরাম। কিন্তু রাস্তা থেকেই দলছুট হয়ে হারিয়ে যান। তবে কীভাবে হাবরা থেকে নৈহাটির হাজিনগরে পৌঁছে গেলেন, তা বলতে পারেননি মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ।