শোভনলাল রাহা, এইকাল নিউজ:
না ফেরার দেশে চলেগেলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক তথা ঋষি বঙ্কিমচন্দ্র মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষা ড. নির্ঝরিণী চক্রবর্তী।
তাঁর পিওন থেকে প্রিন্সিপালে উত্তরণের জীবন সংগ্রাম আজ ইতিহাস। কখনও সংসার চালাতে নিজের পড়াশুনার ফাঁকেও কয়লা ভেঙে মাথায় বোঝাই করে বিক্রি করেছেন বাড়ি বাড়ি। কখনও স্কুলে ঘন্টা বাজানোর কাজ করে নিজের উচ্চশিক্ষার পাশাপাশি চালিয়েছেন বোনেদের পড়ার খরচ, ব্যবস্থা করেছেন পরিবারের অন্ন সংস্থানের। কঠিন জীবন সংগ্রামে কঠোর পরিশ্রম আর নিষ্ঠায় ধাপে ধাপে পা রেখেছেন উত্তরণের সিড়িতে। স্কুলের পিওন থেকে হয়েছেন শিক্ষিকা। তারপর কলেজের অধ্যাপক। আর সব শেষে কলেজের প্রিন্সিপাল। তিনি নির্ঝরিণী চক্রবর্তী। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র (আরবিসি) মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ। সিপিএমের সক্রিয় সদস্য নির্ঝরিণী চক্রবর্তী ২০০৬ সাল থেকে টানা পাঁচ বছর কলেজের পাশাপাশি সাফল্যের সঙ্গে সামলিয়েছেন বীজপুর বিধায়কের দায়িত্বও। কিন্তু ছাত্রজীবনে তিনি জীবন সংগ্রামের প্রতীক।
ক্রমাগত জীবন সংগ্রামের মধ্য দিয়ে তার উত্তরণ ঘটেছে। তিনি কাঁচরাপাড়া মিউনিসিপাল পলিটেকনিক স্কুলের ছাত্রী ছিলেন। ছাত্রী অবস্থা থেকেই সেই স্কুলের দফতরি, দফতরি থেকে করনিক পরবর্তিতে শিক্ষক, আরও পরবর্তীতে অধ্যাপিকা ও সব শেষে অধ্যক্ষা। তিনি দক্ষিণাঞ্চল স্কুল সার্ভিস কমিশনের সদস্য হয়েছিলেন। ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের পরিচালন কমিটির সম্পাদিকা ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।