Breaking
11 Apr 2025, Fri

নৈহাটিতে বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

এইকাল নিউজ:

Advertisement

বঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে এক হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে। চতুর্থ দফা ভোটের দিনই সেই ভয়াবহ চিএের সাক্ষী গোটা বঙ্গবাসী। যা ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। সন্ত্রাসের ছবি এবার নৈহাটিতেও। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট। তার আগেই রবিবার রাতে নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মী মিঠুন পাসোয়ান। আহত ওই বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে।
গতকাল রাতে বিজেপি কর্মী মিঠুন পাসোয়ান ও তাঁর দাদা জিতেন্দ্র পাসোয়ান নৈহাটির বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রর সঙ্গে ব্যানার্জিপাড়ার একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় গিরীশ ঘোষাল রোডে জনা ২৫-৩০ জন তাঁদের বাইকে ঘিরে ধরে। আচমকাই তাঁদের উপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। ৪ রাউন্ড গুলি চলে। একটি গুলি লাগে মিঠুনের হাতে। এরপর মিঠুনের মাথায় চপার দিয়ে কোপ মারে।
পরিবারের দাবি, তৃণমূলের লোকজন সম্পূর্ণ পরিকল্পনা করেই খুনের চেষ্টা করেছে মিঠুনকে‌। এর আগে একাধিকবার মিঠুনকে বিজেপি ছাড়তে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ মিঠুনের পরিবারের। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Developed by