কুমকুম সরকার, এইকাল নিউজ:
নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করে গেলেন বলিউডের প্রখ্যাত বাঙালি অভিনেত্রী জয়া বচ্চন। প্রবাসী বাঙালি এই অভিনেত্রী ন’বারের ফিল্মফেয়ার বিজয়ী তথা সমাজবাদী পার্টির চারবারের রাজ্যসভার সংসদ। জয়া বচ্চন এরাজ্যে বিভিন্ন বিধানসভায় তৃণমূলের হয়ে প্রচার চালাচ্ছেন।
১৬ই এপ্রিল, শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রায় নৈহাটিতে তৃণমূলের দু’বারের বিধায়ক তথা বিধানসভার পরিষদীয় সচিব পার্থ ভৌমিককে সঙ্গে নিয়ে হুটখোলা জিপে রোড শো করলেন জয়া।
আগেও একাধিকবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত থাকতে দেখা গেছে বিগ বি অমিতাভ বচ্চনকে। এবার অমিতাভ ঘরনী জয়া বচ্চন মমতার সরকারকে তৃতীয়বার সরকারে আসার জন্য সহযোগিতার হাত বাড়ালেন।
এদিনের শোভাযাত্রার প্রথমে ছিল সবুজ পোশাক পড়া কীর্তনিয়ার দল। তেরঙা বেলুন ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি দিয়ে সুসজ্জিত সারি সারি ট্যাবলো, তৃণমূলের কাটআউট নিয়ে শান্তিপূর্ণ উৎসবের মেজাজে এই বর্ণাঢ্য শোভাযাত্রা নৈহাটি পুরসভা থেকে শুরু হয় এবং শহর পরিক্রমা করে। জয়া বচ্চনের পাশে হাতজোড় করে জনসংযোগ সারেন নৈহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক।