পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
বালিভাড়া গ্রামীন শিল্প উন্নয়ন ও সমাজ কল্যাণ কেন্দ্রের পরিচালনায় বালিভাড়া ভুবন সংঘের মাঠে অনুষ্ঠিত হল এক বর্ষবরণ উৎসব। ওই অনুষ্ঠানে আরসি সাহিত্য পত্রিকার বসন্ত এবং নববর্ষ সংখ্যা প্রকাশিত হয়। আর সেই অনুষ্ঠানেই গান গাইলেন নৈহাটির বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তবে ভোটের ভরা মরশুমেও সংস্কৃতির মঞ্চে রাজনীতির কোনও কথা শোনা গেল না শিল্পী পার্থ ভৌমিকের আলোচনায়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সম্পাদক মিলন ঘোষ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গার্গী ভাদুড়ি, সুপ্রিয়া কুন্ডু, স্বাগতা নাথ, সোমা দত্ত বণিক প্রমুখ।