পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
এই করোনা পরিস্থিতিতে অবশেষে ষষ্ঠ দফা ভোট গিয়ে বিধানসভা নির্বাচনের সপ্তম দফা ভোট হতে চলেছে সোমবার। এই দফাতেও যথেষ্ট নিরাপত্তা বজায় রাখার কাজ করে চলেছে নির্বাচন কমিশন।
এই দফায় ভোট নেওয়া হবে সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানি নগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, কুশমন্ডি, কুমারগঞ্জ,বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, ফারাক্কা বিধানসভা আসনে।
রাজ্যের মোট ৫টি জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রের ২৮৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারনের দিন মোতায়েন করা হবে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র বুথ পাহারায় রাখা হচ্ছে ৬৫৩ কোম্পনিকে।
এছাড়াও আসানসোল দুর্গাপুর কেন্দ্রে মোতায়েন করা হবে ১৫৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি, জঙ্গিপুর পিডিতে ১০২ কোম্পানি, দক্ষিণ কলকাতায় ৬৩ কোম্পানি, মালদহে ১২২ কোম্পানি, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি, রায়গঞ্জ পিডিতে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।