পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
এবার জন্মদিনের দিন মানুষের পাশে থাকার বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার। শীঘ্রই প্লাজমা দান করতে চলেছেন তিনি।
গত ২৭শে মার্চ শচীন তেণ্ডুলকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে ভালো আছেন।
শনিবার ৪৮ বছরে পা দেওয়া ক্রিকেট ঈশ্বর ভিডিওতে বলেন, “আপনাদের শুভকামনা আর আশীর্বাদে আমি সুস্থ হয়ে উঠেছি। বন্ধুবান্ধব, পরিবারকে পাশে পেয়েছি। চিকিৎসকরা দারুণভাবে পরিষেবা দিয়েছেন। তাঁদের তরফে আপনাদের জন্য একটা বার্তা রয়েছে। গতবছর আমি একটি প্লাজমা সেন্টারের উদ্বোধন করেছিলাম। যাঁরা একবার কোভিড-এ আক্রান্ত হয়েছেন, তাঁরা রক্ত দিয়ে অন্য কোভিড রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমিও আমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করি। তাঁরা জানান, আমি প্লাজমা দিতে পারি। তাই আমি প্লাজমা দিতে চলেছি। আপনাদের বলব, রক্ত দিন। এতে অন্যদের অনেকখানি সুবিধা হবে।”