পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
এবার ষষ্ঠ দফার নির্বাচনে নদীয়ার নয়টি বিধানসভায় ভোট গ্রহণ চলবে। এই নয়টি বিধানসভার মোট পোলিং স্টেশন থাকবে ৩০৭২ টি এবং ১৬৩ কোম্পানির আধা সামরিক বাহিনী থাকবে বুথের নিরাপত্তা দায়িত্বে।
আজ অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানান, নদীয়া জেলা শাসক পার্থ ঘোষ এবং কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও এদিন জেলাশাসক বলেন, নদীয়া জেলার নয়টি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের মোট প্রার্থী ৬৫ টি। মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৫৩৯টি। প্রতিটি বুথে থাকবে চারজন এবং তারও বেশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ১৫৯ কোম্পানির কিউ আর টি নজরদারি চালাবে। প্রতিটি বুথে মনিটরিং করা হবে কমিশনের পক্ষ থেকে। প্রায় প্রতিটি বুথে মাইক্রো অবজারভার ওয়েব কাস্টিং সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ক্যামেরা দ্বারা নজরদারি চালানো হবে। অতএব, ষষ্ঠ দফার ভোট যাতে শান্তিপূর্ণভাবে করা হয় সেই জন্যই নিরাপত্তা ব্যবস্থা এতটা কড়া করছে কমিশন।