Breaking
18 Apr 2025, Fri

পার্থর নেতৃত্বে ব্যারাকপুরে হারানো জমি পুনরুদ্ধার তৃণমূলের

শোভন লাল রাহা, এইকাল নিউজ:

Advertisement

নিজের সাংগঠনিক দক্ষতা ও স্বচ্ছ ভাবমূর্তির যুগপৎ অস্ত্রে ব্যারাকপুরের হারানো জমি পুনরুদ্ধার করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন যুব সভাপতি পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই বড় ব্যবধানে জিতল তৃণমূল কংগ্রেস।
২০১৯-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ভাটপাড়া তথা ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন তিনি। এরপর থেকেই ব্যারাকপুর তথা গোটা বাংলায় বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠেন অর্জুন। এবারের ব্যারাকপুর লোকসভার সাতটি আসনের বিধানসভা ভোটে বিজেপির গেম মেকারের ভূমিকায় দেখা যায় তাঁকে। সাত কেন্দ্রে প্রার্থী আলাদা হলেও রাজনৈতিক মহলের দাবি, আদতে মূল লড়াইটা ছিল অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের। ভোটের আগে অর্জুন নিজেও দাবি করেছিলেন, ব্যারাকপুরে সাতে সাত হবে বিজেপি। যদিও এদিন ভোটের ফল প্রকাশের পর শেষ হাসিটা হাসলেন পার্থ ভৌমিকই।

মূলত নৈহাটির গত দু’বারের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার পরিষদীয় সচিব পার্থ ভৌমিকের নেতৃত্বেই এই জয় বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের। যদিও জয়ের সম্পূর্ণ কৃতিত্ব মা মাটি মানুষকেই উৎসর্গ করলেন পার্থ ভৌমিক নিজে।

বিজেপির লড়াকু নেত্রী ফাল্গুনী পাত্রকে হারিয়ে নৈহাটিতে ১৮৯০২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পরপর তিন বার জিতে জয়ের হ্যাট্রিক করলেন তিনি। বীজপুরে বিদায়ী বিধায়ক, বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়কে হারিয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। জগদ্দল কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য পরাজিত হলেন তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের কাছে। নোয়াপাড়া কেন্দ্রে বিদায়ী বিধায়ক, বিজেপি প্রার্থী সুনীল সিংকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মঞ্জু বসু। সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙা কেন্দ্রে শুরুর দিকে আইএসএফের জোট প্রার্থী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয়ী হন তৃণমূল প্রার্থী রফিকুর রহমান। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা পরাজিত হলেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর কাছে। তবে ভাটপাড়া ফের দখলে রাখল বিজেপিই। জয়ী হলেন সংসদ অর্জুন সিংয়ের পুত্র, বিদায়ী বিধায়ক পবন সিং।

নৈহাটির পরপর দু’বারের বিধায়ক পার্থ ভৌমিক তৃতীয় বারের জন্য জিতে হ্যাট্রিক করলেন। জেতার পর তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভায় ব্যারাকপুরের ফলাফল বেরোনোর পর বিজেপি সন্ত্রাস চালিয়েছিল। যার ফল ভুগতে হয়েছিল সাধারণ মানুষকে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনওরকম অশান্তি বরদাস্ত করব না।’ বিধায়ক পার্থ ভৌমিক ইতিমধ্যেই প্রশাসনকে অনুরোধ করেছেন,কোনওরকম উচ্ছৃঙ্খলতা হলে তা কড়া হাতে দমন করার জন্য। তিনি বলেন, ‘এই জয় মা মাটি মানুষের জয়, এই জয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। আপাতত আমরা এলাকার ক্রমবর্মান করোনা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এই অতিমারি গ্রাস করতে চলেছে গোটা দেশ সহ আমাদের এলাকাকেও। আপাতত আমাদের একটাই লক্ষ্য, সেই করোনার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করা।’

Developed by