Breaking
18 Apr 2025, Fri

বীজপুরের বিধায়কের উদ্যোগে হালিশহরে চালু হল ১০০ বেডের সেফ হোম

শোভনলাল রাহা:

বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে হালিশহরে চালু হল ১০০ শয্যার সেফ হোম। বুধবার দুপুরে ফিতে কেটে এই সেফ হোমের উদ্বোধন করেন বিধায়ক সুবোধ অধিকারী।
বিধায়ক জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতায় দ্রুত এই সেফহোম চালু করতে তাঁরা সক্ষম হয়েছেন।

এই সেফ হোমে থাকবে ২৪ ঘন্টার ডাক্তার নার্স ও অক্সিজেন পরিষেবা। তাছাড়া রোগীদের খাবারেরও সুবন্দ্যবস্ত থাকছে এই সেফহোমে। বিধায়ক সুবোধ অধিকারী বলেন হালিশহরের পুরপ্রশাসক রাজু সাহানির উদ্দ্যোগে পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে তৈরি হয়েছে একটি মনিটরিং কমিটি। সেফহোমে থাকা রোগীর যাবতীয় খোঁজখবর ,তথ্য ও অসুবিধার বিষয়ে রোগীর বাড়ির লোক মনিটরিং কমিটির কাছ থেকে জানতে বা বলতে পারবেন।

বিধায়ক সুবোধ অধিকারী আরো জানান এর পরে তার লক্ষ্য কাঁচড়াপাড়া পুরসভা এলাকাতেও দ্রুত একটি সেফ হোম গড়ে তোলা। ইতিমধ্যেই কোন জায়গায় সেফ হোম তৈরি হবে তা প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। করোনা মহামারীর কালে বিজপুরবাসীর স্বাস্থ্য পরিষেবা দিতে সাধ্যমত চেষ্টা করবেন বলে জানিয়েছেন বীজপুরের বিধায়ক।
এছাড়া বীজপুরের বিভিন্ন জায়গায় বিধায়কের উদ্যোগে অক্সিজেন পার্লার চালু হচ্ছে।

Developed by