Breaking
11 Apr 2025, Fri

বিধায়ক পার্থ ভৌমিক এবং নৈহাটির পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায় -এর যৌথ উদ্যোগে আয়োজিত হল মুখ্যমন্ত্রীর মা প্রকল্প।

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

সোমবার নৈহাটি পৌরসভার সামনে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় এর যৌথ উদ্যোগে আয়োজিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘মা প্রকল্প’।

স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায় জানালেন মূলত নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এই মা ক্যান্টিন এর উদ্বোধন করেন। নৈহাটি পুরসভার এলাকার দুস্থ মানুষদের মুখে ৫ টাকার বিনিময়ে ডিম ভাত তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।আপাতত ৩০০ জনের খাবারের ব্যবস্থা এই ক্যান্টিন থেকে হলেও ভবিষ্যতে আরো বেশি পরিমাণ নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।
এদিন মা ক্যান্টিনের বাইরে লম্বা লাইন চোখে পড়ল। ক্যান্টিনে মাত্র 5 টাকার কুপনের বিনিময়ে সুস্বাদু খাবার নিজে হাতে পরিবেশন করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়।

এখানে করোনা আবহের মধ্যে অসহায় ও গরীব মানুষেরা পাঁচ টাকার বিনিমযয়ে রান্না করা খাবার পাবেন। খাবারের মেনুতে থাকবে ডাল, ভাত, তরকারি, ডিম ও আলুর চিপস। ২৪শে মে প্রথম দিন প্রায় ৩০০ জন মানুষকে নিয়ে আয়োজন করা হলো এই মা প্রকল্প। এই খাদ্যদান প্রকল্পে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান রমেশ হালদার, বর্তমান পৌরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক সনত দে, প্রশাসক মন্ডলীর সদস্য কানাইলাল আচার্য , শম্ভুনাথ বিশ্বাস, রাজেন্দ্র গুপ্তা, রাজেশ শাও সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Developed by