পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
অবশেষে ধোঁয়াশা কাটলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার। করোনা আবহে চলতি বছরে পরীক্ষা হবে কি না তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছিল পরীক্ষার্থীরা। সেই দিক থেকে স্বস্তি পেলো ছাএ-ছাত্রীরা। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান মমতা ব্যানার্জি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। ছাএ-ছাত্রীরা হোম সেন্টার থেকেই পরীক্ষা দেবে। আর দুই পরীক্ষার প্রশ্নপত্র রাখা হবে থানায়। তবে স্কুলগুলো থেকে থানার দূরত্ব বেশি হলে নিকটবর্তী প্রশাসনিক ভবনে প্রশ্নপত্র রাখা হবে জানান মমতা। এছাড়া শুধুমাত্র আবশ্যিক বিষয়গুলিতে পরীক্ষা হবে। বাদবাকি বিষয়গুলোর ক্ষেএে পূর্ববর্তী পরীক্ষার ভিওিতে নম্বর দেওয়া হবে। সঙ্গে ৩ ঘণ্টার জায়গায়, দেড় ঘণ্টার পরীক্ষা হবে। যতগুলি প্রশ্নের উত্তরে সাধারণ ভাবে দিতে হত তার অর্ধেক সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে।