Breaking
11 Apr 2025, Fri

মাদ্রালে রামকৃষ্ণ সেবাসমিতির উদ্যোগে চালু অক্সিজেন পার্লার

শোভনলাল রাহা:

করোনা মহামারীর প্রকোপ থেকে এলাকার মানুষকে উপশম দিতে অভিনব পদক্ষেপ নিলেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ পাঁজা।

মাদ্রাল রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে রবিবার চালু হল অক্সিজেন পার্লার। জগদ্দলের মাদ্রাল উচ্চ বিদ্যালয়ে ছয় বেডের এই অক্সিজেন পার্লারটির উদ্বোধন করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
জগদ্দল বিধানসভার অন্তর্গত কাঁকিনাড়া মাদ্রালের ৩২নং ওয়ার্ডের রামকৃষ্ণ সেবাসমিতির কর্ণধার রামকৃষ্ণ পাঁজা বলেন মাদ্রাল হাইস্কুলের এই পার্লারে অক্সিজেন পরিষেবার পাশাপাশি থাকবে ডাক্তারদের মনিটরিং এর ব্যবস্থা।

এদিন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, কোভিডে আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি হলে এই অক্সিজেন পার্লারে নিয়ে আসা যাবে। অবস্থার আরও অবনতি হলে সেফ হোমে পাঠানো হবে। অবস্থা গুরুতর হলে ভাটপাড়া রাজ্য সদর কভিড হাসপাতাল বা বা নৈহাটি কোভিড হাসপাতাল সহ অন্যান্য জায়গায় রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তাছাড়া,বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, এই উদ্যোগকে তিনি কুর্নিশ জানান এবং সবরকম ভাবে তিনি পাশে আছেন। ভোটে জেতার পর থেকেই জগদ্দলের বিধায়ক করোনা মহামারীর কথা মাথায় রেখে একের পর এক জনহিতকর উদ্যোগ নিয়ে চলেছেন।

জগদ্দলের বিধায়ক জানালেন তাঁর উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি রান্না করা খাবার দেবার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও গরিব ফুটপাত বাসী বা স্টেশনবাসীদেরও রান্না করা খাবার দেওয়া চলছে রোজ।

প্রসঙ্গত কয়েকদিন আগেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের প্রচেষ্টায় বেল্লে শংকরপুর রাজীবগান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে চালু হয়েছিল ৮০ শয্যার কোভিড আইসোলেশন সেন্টার। ব্যারাকপুর কমিশনারেট এর সহযোগিতায় তিনি রোগীদের অক্সিজেনসহ বিভিন্ন পরিষেবার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।

Developed by