পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
এবার আলাপনকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। “রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। আলাপন বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হয়, কেন্দ্রের আইন বিরুদ্ধ সিদ্ধান্ত। অভিযোগ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর। ”
এদিন সাংবাদিকদের মুখোমুখি হতে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “কী এমন হল যে ২৪ মে মেয়াদ বৃদ্ধি করে চারদিনের মধ্যে মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা হল? আমাদের প্রশ্ন এই তলব কি আইনসম্মত? এই সিদ্ধান্ত কি কলাইকুণ্ডার ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে?” পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর দাবি, কোভিড এবং ইয়াস-বিপর্যয়ে বিধ্বস্ত রাজ্যকে ঘুরে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।