এইকাল নিউজ:
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে বীজপুর থানার পুলিশের তৎপরতায় কাঁচরাপাড়া কুলিয়া রোড সংলগ্ন এলাকা থেকে দুজন কুখ্যাত দুষ্কৃতীকে একটি আগ্নেয় অস্ত্র ও পাঁচটি কৌটো বোমাসহ গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের আইপিসি 25/27 Arms act 9B IE ধারা দেওয়া হয়। ধৃতদের আজ ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।