Breaking
11 Apr 2025, Fri

বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে নৈহাটির আইসির ভুয়সী প্রশংসা

শোভনলাল রাহা,এইকাল নিউজ:

মাত্র কয়েকমাস তিনি নৈহাতিতে এসেছেন থানার বড়বাবু হিসাবে। বিধানসভা ভোটের আগে তখন রাজনৈতিক চাপানউতর তুঙ্গে। তারই মধ্যে নির্বাচন কমিশনের গেরোয় নৈহাটি থানার সিংহ ভাগ পুরোনো সাব ইন্সপেক্টররা পোস্টিং হয়ে অন্যত্র চলে গেলেন। বদলি হয়ে এলেন অন্যান্য জেলার নতুন অফিসাররা।

সম্পূর্ণ নতুন আনকোরা একটা টিম নিয়ে বিধানসভা ভোটের মত একটি হাই ভোল্টেজ ম্যাচ তাঁর ক্যাপ্টেনসিপে খেলা হল। নির্বিবাদে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নৈহাতিতে। বোমা পড়েনি, গুলি চলেনি, রক্ত ঝরেনি। ভোট মেটার পরেই ফের একঝাঁক অফিসারের বদলির অর্ডার। আর তাঁদেরই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে মাত্র কয়েকমাস নৈহাতিতে কাটানো অফিসারদের চোখে জল, গলায় আবেগ ঝরে পড়ল আইসি নৈহাটি অরূপবাবুকে নিয়ে। সবার মুখে একটাই কথা বড়বাবুর ব্যবহার এবং কর্ম দক্ষতায় তাঁরা অভিভূত। হাজিনগর আউট পোস্টের ওসি উত্তমকুমার সরকারেরও এদিন ছিল বিদায় সম্বর্ধনা। দীর্ঘ প্রায় তিন বছর পরে তিনি পোস্টিং হলেন। তাঁর কথায় ‘আমি যে কয়মাস নতুন আইসি সাহেবকে পেয়েছি তাতে একটা কথাই বলব তিনি আন্তরিকতা ও সুযোগ্য নেতৃত্বের সঙ্গে আমাদের পরিচালনা করেছেন।’ নৈহাটির এসিপি সৌমদ্বীপ ভট্টাচার্য(আইপিএস) বলেন আমি অল্প দিনের জন্য এখানে ছিলাম। নৈহাটির আইসি অরূপ দক্ষ অফিসার। নৈহাটির বিধায়ক, পুরপ্রশাসক সবাই একবাক্যে বলছেন শান্তিপূর্ণ ভোটপর্ব মেটার ক্ষেত্রে আইসি অরূপের ভূমিকা অনস্বীকার্য।

Developed by