পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
করোনা আবহে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ অর্থাৎ সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৭ দিনের মধ্যে মূল্যায়ন পদ্ধতি জানানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
সর্বভারতীয় পরীক্ষার কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “৩৪ হাজার ই-মেল জমা পড়েছে। ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। বিশেষজ্ঞ কমিটিও এ বছর পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করা হল। কিন্তু কীভাবে মূল্যায়ন হবে, তবে ৭ দিনের মধ্যে জানানো হবে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই দিকেও খেয়াল রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।”
করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত কি না, সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর ২টোর মধ্যে ইমেলে নিজেদের মতামত জানাতে বলেছিলেন তিনি। সোমবার সেই রিপোর্ট এলে দেখা যায়, করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা না নেওয়ার পক্ষেই মত সিংহভাগের। শিক্ষা দফতরের তরফে যে জনমত চাওয়া হয়েছিল, সেখানে প্রায় ৮০ শতাংশের বেশি মানুষই পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। সেই রিপোর্ট দেখেন পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।