এইকাল নিউজ:
যশ বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার কুয়েমুড়িতে ত্রাণ নিয়ে হাজির হল স্বেচ্ছাসেবী সংস্থা বব। রবিবার ববের পক্ষ থেকে এই এলাকার বিপর্যস্ত ১৬০টি পরিবারের হাতে শুকনো খাবার, পানীয় জল, শস্য ও সবজির পাশাপাশি তুলে দেওয়া হয় মোমবাতি, পেস্ট, ব্লিচিং পাউডার, সাবান, সার্ফ, স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য। দেওয়া হয় করোনা পরিস্থিতিতে অতি প্রয়োজনীয় মাস্ক ও স্যানিটাইজার। জিওলিন, সিপ্রাজল, প্যারাসিটামল, ওআরএস প্রভৃতি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য ত্রাণ সামগ্রীতে দেওয়া হয়েছে খাতা, বই, পেন, পেন্সিল,ইরেজার,শার্পনার। বাচ্চাদের জামা এবং চকলেটও দেওয়া হয়েছে।