Breaking
18 Apr 2025, Fri

পোলবায় দুর্গতদের বাড়িতে অভিষেক

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

আজ হুগলি জেলার পোলবা থানার মহানাদ গ্রামে মৃত হারান রশিদের বয়স আনুমানিক (৪০) বাড়িতে আসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন তিনি ওই ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। এছাড়াও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। এদিন অভিষেক ব্যানার্জির সাথে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত এবং বিধায়ক অসীমা পাত্র ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পরশু দিন বাজ পড়ে মৃত্যু হয়েছে মহানাদের বাসিন্দা হারান রশিদের। এছাড়াও হুগলিতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে এই বজ্রাঘাতে। এদিন হুগলি জেলার ৩ থেকে ৪টি বাড়িতে গেলেন অভিষেক ব্যানার্জি। প্রত্যেক পরিবারের হাতেই আর্থিক সাহায্য তুলে দিলেন তিনি। এরপর হুগলি জেলার মহেশরপুরে দুর্গতদের পরিবারের সাথে দেখা করতে যান।

Developed by