শোভনলাল রাহা,এইকাল নিউজ:
‘ওল্ড ইজ অলয়েজ গোল্ড’। একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তনের পর একথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ভবনে মুকুলকে দলে স্বাগত জানিয়ে মমতা বলেন, মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে আবার তৃণমূলে ফিরল। ওকে অভিনন্দন জানাচ্ছি। বিধায়ক মুকুল রায়ের সঙ্গেই এদিন দলে ফিরলেন তাঁর পুত্র বীজপুরের দুবারের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়।
মুকুলের ঘরে ফেরার জল্পনা দীর্ঘদিন ধরেই দানা বাঁধছিল। বিধানসভা ভোটের পর সেই জল্পনা আরো পোক্ত হয়। অবশেষে দীর্ঘ প্রায় চার বছর পর পুরনো দলে প্রত্যাবর্তন ঘটলো মুকুলের। সাংবাদিক বৈঠকে মুকুলকে পাশে নিয়ে মমতার তাৎপর্য পূর্ণ মন্তব্য, ওল্ড ইজ অলোয়েজ গোল্ড। তৃণমূল নেত্রী বলেন, মুকুল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ছিলো। কিন্তু ওখানে ও স্বচ্ছন্দ ছিলো না। ওদের সঙ্গে কেউ থাকতে পারে না। মুকুলের মনে হয়েছে পুরনো দল টাই ভালো। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তৃণমূলে মুকুল গুরুত্ব পূর্ণ ভূমিকা নেবেন বলে জানান মমতা। তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পেলেন বলে ও মন্তব্য করেন মমতা। তার কথায় ‘ধমকে, চমকে, এজেন্সি দিয়ে মুকুলের উপর কম অত্যাচার বিজেপি করেনি। ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু মুখে বলতে পারছিল না। এখানে ফিরে মানসিক শান্তি পেল।’ মুকুলের হাত ধরে আগামী দিনে আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো।