শোভনলাল রাহা এইকাল নিউজ:
প্রায় এক বছর আগে নৈহাটির গুটিকয়েক সংস্কৃতি মনস্ক মানুষের হাত ধরে গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয় নৈহাটি সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের। সেমিনার, প্রতিবাদ সভা, স্মরণ সভা, সাহিত্য আড্ডা ইত্যাদির মধ্যে দিয়ে জন্ম নেয় এই সংস্থা। সংস্থার প্রাণ পুরুষ বঙ্কিমচন্দ্র, হরপ্রসাদ, সমরেশ, সত্যজিৎ, অভয়চরণ, সরোজ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরি অধ্যাপক ড: রতনকুমার নন্দী। তাঁর সুযোগ্য নেতৃত্বে ব্যতিক্রমী ধারায় দ্বিধাহীন ভাবে এগোতে থাকে সংগঠন। যোগ্য সঙ্গত দেন সঙ্গীত জগতে নৈহাটির গর্বের মুকুটের নতুন পালক সঙ্গীতজ্ঞ রাজা চট্টোপাধ্যায়। শ্যামল মিত্রর যোগ্য উত্তরসূরী রাজা চট্টোপাধ্যায়, বিশিষ্ট বঙ্কিম গবেষক পার্থ চট্টোপাধ্যায়, নাট্য জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক অরিত্র বন্দোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতায় এক বছরের মধ্যে নৈহাটির সাংস্কৃতিক জগতে নৈহাটি সমন্বয় আজ একটি পরিচিত নাম।
গত শুক্রবার নৈহাটির সমরেশ বসু কক্ষে নৈহাটি সাংস্কৃতিক সমন্বয়ের মঞ্চ থেকেই বাংলা সংস্কৃতি বাঁচানোর ডাক দিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
এলাকার গায়ক, কবি, শিক্ষক, সাংবাদিক, লিটলম্যাগ এর সম্পাদক, নৃত্যশিল্পী, নাট্যকার সাহিত্যিক, সহ সমস্ত ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক মঞ্চ থেকে বিধায়ক তথা অভিনেতা পার্থ ভৌমিক বলেন সংস্কৃতি চলবে তার আপন গতিপথে। যে কোনও সাংস্কৃতিক কর্মকান্ডে আপনারা আমাকে সঙ্গে পাবেন। এদিন সংস্থার অন্যতম কর্ণধার তথা বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ প্রফেসর ডঃ রতনকুমার নন্দী জানান সারাবছর অনুষ্ঠানের ক্যালেন্ডার তৈরি করে নৈহাটি সাংস্কৃতিক সমন্বয়ের মঞ্চে এলাকার সংস্কৃতি প্রেমী মানুষদের সহযোগিতায় এগিয়ে চলবে এই সংস্থা। এদিন সংস্থার পক্ষথেকে পার্থ ভৌমিক তৃতীয়বারের জন্যে বিধায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অভিনব গাছের চারা বসানো টব দিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সঙ্ঘমিত্রা ঘোষ, প্রধান শিক্ষক শান্তনু কুণ্ডু, শিক্ষক অনিন্দকান্তি দে, সাংবাদিক সুশ্বেতা ভট্টাচার্য, নৃত্যশিল্পী অরুন্ধতী ভট্টাচার্য, লোকসঙ্গীত শিল্পী তাপসী রায়চৌধুরী, গায়ক প্রসেনজিৎ লাহিড়ী, সমাজসেবী মিলন ঘোষ, লিটলম্যাগ সম্পাদক উজ্জ্বল গোস্বামী, নারায়ণ দত্ত, শ্যামলী ঘোষ, বঙ্কিম গবেষক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সঙ্গীতজ্ঞ রাজা চট্টোপাধ্যায়।
এদিন আনুষ্ঠানিক ভাবে সংস্থার পক্ষথেকে জানানো হয় যে আগামীদিনে নৈহাটি এলাকার সাংস্কৃতিক মনস্ক মানুষদের সঙ্গে নিয়ে সারাবছর ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচী রূপায়িত হবে।