
শোভনলাল রাহা, এইকাল নিউজ:
জগদ্দলের গোগাছিয়ায় দুঃস্থ গ্রামবাসীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সোমাশ্রী শ্যাম।
শনিবার দুপুরে দোগাছিয়া হাই স্কুলের প্রাঙ্গনে মামুদপুরের ১২০ টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, চিড়ে, চিনি ইত্যাদি শুকনো খাবার তুলে দেওয়া হয়।
