
শোভনলাল রাহা, এইকাল নিউজ:
লকডাউন হওয়ার পর থেকে নিয়মিত বীজপুর থানার আইসি ত্রিগুনা রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রোজ ১৫০ জন দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষদের রান্না করা খাবার বিতরণ কর্মসূচি চলছে। শনিবার জেঠিয়ার বিজনা গ্রামে বীজপুর থানার পুলিশ ১৫০ জন নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষদের হাতে রান্না প্যাকেট খাবার তুলে দিলেন।
প্রসঙ্গত বীজপুর থানা এলাকা যেমন নান্না, বালিভাড়া, রামপ্রসাদ পল্লী, সারদা পল্লী পালা করে রান্না করা প্যাকেট খাবার দেওয়া চলে প্রতিদিন। বীজপুরের আইসি ত্রিগুনা রায় বলেন লকডাউনের জেরে অনেকেই কর্মহীন। অতিমারীর সময় বহু পরিযায়ী শ্রমিক গৃহ বন্দী। মানুষ দিশাহারা। এই পরিস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। জানাগেল প্রতিদিন ভাত, ডাল, তরকারি, ডিমের কারী রান্না প্যাকেট খাবার ১৫০ জনকে বিতরণ করা হচ্ছে।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর থানার এহেন মানবিক কর্মসূচি এলাকায় সাড়া ফেলেছে।