এইকাল নিউজ:দীর্ঘ প্রায় আটত্রিশ বছর ধরে সামাজিক দায়বদ্ধতা নয় দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে নৈহাটির ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চাননতলা নিউ অ্যাথ্লেটিক্ ক্লাব।অতিমারির অতিমাত্রায় অক্সিজেন বা অ্যাম্বুল্যান্স পরিষেবাই হোক বা ফুটবল,যোগা প্রশিক্ষণ দিয়েই হোক,অথবা মেডিক্যাল সেমিনারই হোক বা রক্তদান শিবির করাই হোক,কাজ করে চলেছে,নিরন্তর।এবারে রক্তদান শিবিরের বয়স ২১ বছর।আগামী ২৭ শে জুন, রবিবার।এবারে ক্লাবের লক্ষ্যমাত্রা শতাধিক।ক্লাবের সভাপতি ডাঃ এইচ. এস.পাঠক সকল শুভবুদ্ধি মানুষের সাদর আমন্ত্রণ করেছেন।এবং এই শিবিরকে সফল করতে সবাইকে আহ্বান করেছেন।এবং ক্লাব সম্পাদকের সাথে কথা বলে জানা গেল এই শিবিরকে সফল করতে কল্যাণী সেন্ট্রাল পার্কে,হালিশহর স্টেশনে ও বরানগর কোলকাতায় গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে।যাতে অতিমারির প্রভাব থেকে দূরে থাকা যায়।অভিনব এই উদ্যোগে অনেকেই সামিল হয়েছেন।
