পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে ১ জুন পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি ছিল। সোমবার যার মেয়াদ বাড়িয়ে ১৫ জুন করলেন মুখ্যমন্ত্রী। তবে এবার সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সংক্রান্ত কিছু নির্দেশিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষমেষ অপেক্ষার অবসান ঘটিয়ে চালু করা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আগামী ১ জুন থেকে চলবে সমস্ত সরকারি-বেসরকারি বাস ও অটো। লোকাল ট্রেন ও মেট্রো আপাতত বন্ধই থাকবে। স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রো যেমন চলছিল তেমনি
চলবে। পাশাপাশি ওই দিন থেকেই খুলে দেওয়া হচ্ছে সেলুন, বিউটিপার্লার। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা যাবে এগুলি। সেই সঙ্গেই ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত খোলা যাবে জিম। তবে প্রত্যেক ক্ষেত্রেই কর্মীদের ভ্যাকসিনেশন ও মাস্ক বাধ্যতামূলক। একই সঙ্গে বাড়ানো হয়েছে বাজার হাট খোলা রাখার সময়ও। সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে সবজি ও মাছ বাজার এবং অন্যান্য দোকানপাট বেলা ১১টা থেকে ৮টা পর্যন্ত খোলা যাবে। বাকি অন্যান্য সব কিছু আগের মতোই চলবে। তবে সব ক্ষেত্রেই মাস্ক, সামাজিক দূরত্ব ও ভ্যাকসিনেশন অত্যাবশ্যক। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান রাজ্যে এখনও পর্যন্ত ২কোটি ১২ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন।