পল্লবী ভাওয়াল,এইকাল নিউজ:
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ অর্থাৎ বুধবার নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ করলেন সিপিআইএম। এই প্রায় অনেকক্ষণ ধরেই চলে। পরে পুলিশের তরফ থেকে বোঝানো হলে বিক্ষোভ তোলা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, আমরা জানি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বর্তমানে দেবাঞ্জন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মিমি চক্রবর্তী এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের সূত্র খুঁজে পেয়েছিলেন কারণ মিমি চক্রবর্তী যেখান দিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন সেটি দেবাঞ্জনের সেন্টার।
এরপরই সংসদ মিমি পেটে ব্যথায় ভোগে। ভ্যাকসিন নেওয়ার পর থেকে কিন্তু তার লিভার এবং পেটে সমস্যা দেখা যায়। আর তারপরই তদন্ত শুরু হয় এবং তদন্তে গিয়ে দেখা যায় ভুয়ো ভ্যাকসিন কান্ড। তারপরই ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন ধরা পড়ে।