‘
শোভনলাল রাহা,এইকাল নিউজ:

ভুয়ো ভ্যাকসিন এর আতঙ্কে যখন রাজ্য তোলপাড় তখন মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন এর উপর আস্থা বাড়াতে এবং সচেতনতা গড়ে তুলতে মাঠে নামল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বীজপুর-নৈহাটির প্রত্যন্ত গ্রামের জায়গায় জায়গায় করোনা টিকাকরণ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হল। গোটা ব্যারাকপুর কমিশনারেট এলাকা জুড়েই নিয়ম করে এই করোনা টিকাকরণ শিবির চলবে বলে জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

বুধবার পুলিশি উদ্যোগে বীজপুর-নৈহাটিতে সম্পন্ন হল ষাটোর্ধ্বদের করোনার টিকাকরণ। জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া কৃষক বাজার ও দোগাছিয়া অরবিন্দ বিদ্যাপীঠে আয়োজিত হল দুটি টিকাকরণ শিবির। উদ্যোক্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যবস্থাপনায় নৈহাটি থানা।

নৈহাটি থানার আইসি অরূপ ঘোষ জানান, দুটি শিবিরে ১০০ জন করে মোট ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নৈহাটি ও জগদ্দলের দুই বিধায়ক পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যাম, ডিসিপি নর্থ জোন শ্রীহরি পান্ডে, ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, এসিপি নৈহাটি তুষার কান্তি পাঠক, ব্যারাকপুর ১ এর বিডিও সমিত সরকার, মামুদপুরের পঞ্চায়েত প্রধান রিক্তা অধিকারী, উপপ্রধান হারান ঘোষ, সমাজসেবী অশোক হালদার, শ্যামশ্রী শ্যাম প্রমুখ।
অন্যদিকে বীজপুরের আইসি ত্রিগুণা রায় জানান, বীজপুর থানার পলাশী-মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতে দুটি পৃথক করোনা টিকাকরণ শিবিরে ২০০ জনকে টিকা দেওয়া হয়। দুটি শিবিরেই উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার, নৈহাটির বিধায়ক সহ বহু বিশিষ্ট জন।

