শোভনলাল রাহা, এইকাল নিউজ:
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নৈহাটি শাখার উদ্যোগে করোনা বিধ্বস্ত দুঃস্থ মানুষদের শুকনো খাবার বিতরণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সোমবার নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন নৈহাটির পুর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় ও উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার।

শিক্ষক আশিস দে জানান, এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন এসআইএস পায়েল ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সনৎ দে, শিক্ষক কানাইলাল আচার্য, এআই মৌসুমী দাশগুপ্ত প্রমুখ। এদিনের রক্তদান অনুষ্ঠানে শুধু শিক্ষকরাই রক্ত দেননি। রক্ত দিয়েছেন শিক্ষকদের পরিবার পরিজনরাও।

