পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:
এবছর করোনার কারণে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ছিল না কোনো মেধা তালিকা। সম্পূর্ণ বিকল্প পদ্ধতিতে মুল্যায়নের ফলে ফলপ্রকাশ করে দেওয়া হয়েছে। তাই এবছর অর্থাৎ ২০২১-এ মাধ্যমিকে ১০০% ছাত্রছাত্রী পাস করেছে। তার মধ্যে ৭৯ জন প্রথম স্থান অধিকার করেছে। এই প্রথম রাজ্যে একসাথে ৭৯ জন মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে।

তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার চারজন প্রথম স্থান অধিকার পেয়েছে। তাদের মধ্যে রয়েছে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ এর ছাত্র সৌহার্দ্য মিত্র , সিরহাট মহকুমা স্বরূপনগরের মালঙ্গপাড়া কৈলাস চন্দ্র ভট্টাচার্য ইনস্টিটিউশনের ছাত্রী অনন্যা মণ্ডল, বনগাঁর ছয়ঘড়িয়া রাখালদাস হাই স্কুলের ছাত্র দিব্যদ্যুতি রায় প্রথম হয়েছে এবং নালান্দা ইংলিশ স্কুলের ছাত্র দেবরূপ কুন্ডু। এরা প্রত্যেকেই ৬৯৭ নম্বর করে পেয়েছে।
এদিন, সৌহার্দ্য মিত্র প্রথম স্থান পাওয়ায় শুধু তার পরিবার নয় গোটা হালিশহর খুশি হয়েছে। সৌহার্দ্য অঙ্ক , ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভূগোলে ১০০% করে নম্বর পেয়েছে। বাকিগুলোতে ৯৯ করে পেয়েছে।