Breaking
11 Apr 2025, Fri

ফের জগদ্দলে বোমাবাজি।

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

Advertisement


জগদ্দলের শ্যামনগর বিবেকানন্দ নগরে হোটেল ব্যবসায়ী মানিক নট্টর-এর বাড়িতে বোমাবাজি।
অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে একটা বাইকে চেপে দুইজন দুষ্কৃতী এসে বাড়ির দেওয়ালে বোমা মেরে চম্পট দেয়। বোমার শব্দে এলাকার লোকেদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে স্থানীয়রা দেখে চারিদিকে শুধু ধোঁয়া।

কী কারনে মধ্যরাতে ওই হোটেল ব্যবসায়ীর বাড়িতে বোমা মারা হলো, তা নিয়ে এখনো ধন্দে, আতংকে এলাকাবাসী।

জানা যায়, ‘একটা সময় শাসকদলের সক্রিয় কর্মী ছিলেন মানিক বাবু। ইদানিং তিনি একটু নিস্ক্রিয় হয়ে গিয়েছেন। মানিক বাবুর ধারণা, নিস্ক্রিয় হয়ে যাওয়ার কারণে কেউ বোমাবাজি করেছে।’ ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।

Developed by