পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

একবছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে করোনা আবহের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২০। গত বছর করোনার কারণেই স্থগিত করা হয়েছিল অলিম্পিক। জাপানের তরফে বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ উঠলেও সম্পূর্ণ কোভিডবিধি মেনেই শুরু হচ্ছে ২০২০-র টোকিও অলিম্পিক।
অলিম্পিকের সমস্ত গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে। ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে প্রি-অলিম্পিক ইভেন্ট। টোকিওর Japan National stadium এ ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। একমাত্র Sony Sports Network -এ টোকিও অলিম্পিক ২০২০ এর সমস্ত আপডেট ভারতে সম্প্রচার করতে পারবে। Sony TEN 1 ও Sony TEN 2 তে ইংরেজি ধারাভাষ্য Sony TEN 3 তে হিন্দি ধারাভাষ্যে সমস্ত ইভেন্ট সম্প্রচারিত হবে। অনলাইনে Sony Liv অ্যাপে ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।