Breaking
11 Apr 2025, Fri

মদ্যপানের প্রতিবাদ করায় জগদ্দলের নেতাজী পল্লীতে বোমাবাজি, আতঙ্কে বাসিন্দারা

পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

Advertisement


মদ্যপানের প্রতিবাদ করায় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজী পল্লীতে বোমাবাজি করলো দুষ্কৃতীরা।

আজ অর্থাৎ বুধবার বেলা ১টার ঘটনা। বোমাবাজির জেরে আতঙ্কে এলাকার মানুষজন। অভিযোগ, ‘এদিন বেলায় আচমকা নেতাজী পল্লীর স্টেশন রোডের দীপালি দে-র বাড়ির সামনে পরপর দুটো বোমা মারে দুষ্কৃতীরা। তাছাড়া পাশেই হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে জেনারেটর রুমের পাশে আরও দুটো বোমা মারে। যদিও সেই বোমা দুটো ফাটেনি।’

ইতিমধ্যে পুলিশ এসে বোমা দুটো উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বিদায়ী কাউন্সিলর মনোজ গুহের দাবি, ‘দুদিন আগে ওখানে স্থানীয় একটি অল্প বয়সী মেয়ে কয়েকজনকে মদ্যপান করছিল। সেই মদ্যপানের প্রতিবাদ করে স্থানীয় ছেলেরা।’

অভিযোগ, ‘মেয়েটি তখন বহিরাগত ছেলেদের ফোন করে ডাকায়। ওরা এসে স্থানীয় ছেলেদের মারধোর করে। সেই ঘটনার জেরেই সম্ভবত এই বোমাবাজির ঘটনা।’

Developed by