শোভনলাল রাহা, এইকাল নিউজ:

উত্তর ২৪ পরগনাজুড়ে সংযোগ প্রক্রিয়া শুরু করল জেলা পুলিশ। সরকারি নির্দেশিকা মেনেই ২৬ জুলাই, সোমবার থেকে এই জেলাতেও চালু হল দুয়ারে পুলিশ পরিষেবা। হালিশহর পুরসভা ও বীজপুর থানার তরফে হালিশহর লোকসংস্কৃতি ভবনে আনুষ্ঠানিক ভাবে এই সংযোগ প্রক্রিয়ার উদ্বোধন হয়।
সাধারণ মানুষের প্রতি পুলিশের কর্তব্য-সহ সেফ ড্রাইভ সেভ লাইফের বিষয়েও আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে। পথচারীরা রাস্তায় গাড়ি চালানোর সময় কী কী সচেতনতা অবলম্বণ করবেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন পুলিশ কর্তারা।
উল্লেখ্য, ভোটের আগে দুয়ারে সরকার কর্মসূচি চালু করে মিলেছে ব্যাপক সাড়া। এবার সেই পথে হেঁটেই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও সহজ করতে রাজ্যে দুয়ারে পুলিশ কর্মসূচির মাধ্যমে সংযোগ প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার। উদ্দেশ্য, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভীতি ও অনীহা দূর করা। পাশাপাশি, গ্রামাঞ্চলে অনেক সময়ই থানা দূরবর্তী হওয়ায় বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ থানায় পৌঁছতে পারেন না। আবার শহরাঞ্চলের ক্ষেত্রেও পুলিশের কাছে যেতে কোথাও একটা ভয় কাজ করে। এবার তাই পুলিশ কর্মীরা মানুষের দুয়ারে পৌঁছে জানবেন অভাব-অভিযোগ, সমস্যার কথা। গড়ে তুলবেন সুষ্ঠু জনসংযোগ। সেই লক্ষ্যেই গোটা রাজ্যে এই প্রকল্প চালু করেছে সরকার। সেই প্রক্রিয়াতেই এবার শামিল হল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ।
নৈহাটি থানার অন্তর্গত হাজিনগরের আউটপোস্টের ওসি তমাল দাস জানান, “সেফ ড্রাইফ সেভ লাইফ পালনের মাধ্যমে পথচারীর সচেতন করা হয়েছে। আগামী দিনে ধারাবাহিক এই কর্মসূচি পালিত হবে প্রত্যেকটি ওয়ার্ডেই।” এদিনের দুয়ারে পুলিশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি বিক্রমজিৎ ঘোষ, আতপুরের টি.আই সুব্রত চন্দ্র, নৈহাটি থানার আইসি অরূপ ঘোষ, হালিশহরের মুখ্য পুর প্রশাসক রাজু সাহানি প্রমুখ। ২৬ জুলাই নৈহাটি থানার উদ্যোগে মারোয়ারি কল নীলকমল ভবনের ২০ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় পুলিশের এই সংযোগ কর্মসূচি।