Breaking
11 Apr 2025, Fri

দুয়ারে পুলিশঃ নৈহাটি থানার ধারাবাহিক সংযোগ কর্মসূচি , অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল নোয়াপাড়া থানা লিখছেন শোভনলাল রাহা

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

Advertisement


দুয়ারে সরকারের পর এবার জনস্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন দুয়ারে পুলিশ কর্মসূচি। আর এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁর নির্দেশেই এই পুলিশ কমিশনারেটের অন্তর্গত বীজপুর থেকে বরানগর, সর্বত্রই ধারাবাহিক ভাবে সংযোগ কর্মসূচি পালন করে চলেছেন স্থানীয় থানার কর্মী-আধিকারিকরা। মূলত সাইবার ক্রাইম প্রতিরোধ, অতিমারী করোনা প্রতিরোধ, সেফ ড্রাইভ সেফ লাইফ এবং প্রতারণা বিষয়ে মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছেন পুলিশ কর্মীরা। চারটি পর্বে এলাকার বিভিন্ন বয়সী মানুষকে নিয়ে সেমিনার ও প্রশ্ন-উত্তর পর্ব চলছে বলে জানালেন নৈহাটি থানার অন্তর্গত গরিফা আউট পোস্টের ওসি তমাল দাস। তমালবাবু বলেন, ইতিমধ্যেই সেফ ড্রাইভ সেফ লাইফ ও সাইবার ক্রাইম নিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সেমিনার করেছেন হাজিনগর-সহ নৈহাটির বিভিন্ন এলাকায়। এই ধরনের সেমিনারে এলাকার মানুষের থেকে সাড়াও মিলছে বলে জানালেন এসিপি নৈহাটি তুষারকান্তি পাঠক।


ধারাবাহিক এই কর্মকাণ্ডের অঙ্গ হিসাবেই শনিবার দুপুরে নোয়াপাড়া থানার আইসি পার্থ সারথি মজুমদারের উদ্যোগে আয়োজিত হল আরও একটি সংযোগ কর্মসূচি। নোয়াপাড়ার বাদামতলা মাঙ্গলিক উৎসব গৃহে সাইবার ক্রাইম নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এলাকার তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের পাশাপাশি এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন প্রবীণরাও। সেমিনারে উপস্থিত উত্তর ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক মলয় ঘোষ বলেন, এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এদিন নোয়াপাড়া থানার পক্ষ থেকে বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়। আইসি পার্থসারথী মজুমদার জানান, যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে এবার আর বয়স্ক বা অসুস্থ নাগরিকদের সশরীরের থানায় হাজির হতে হবে না। পুলিশের পক্ষ থেকে চালু হওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ঘরে বসেই যে কোনও অভিযোগ থানায় জানানো যাবে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযোগকারীর দুয়ারে পৌঁছে যাবে এবং খাতায় কলমে তা নথিভুক্ত করে তদন্ত শুরু করবে বলেও জনান তিনি। এদিনের এই সেমিনার থেকেই নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা হোয়াটসঅ্যাপ নম্বরটি বিলি করা শুরু করেন। শীঘ্রই নম্বরটি সমস্ত নাগরিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও এদিনের সেমিনার প্রসঙ্গে আইসি পার্থসারথীবাবু বলেন, ‘মূলত তিনটি বিষয়ে আলোচনা করা হয়। কোভিড রুখতে সচেতনতা, ব্যাংক ও এটিএম জালিয়াতি রুখতে সচেতনতা এবং নারী ও শিশু সুরক্ষায় সচেতনতা নিয়ে আলোচনা হয় এদিনের সেমিনারে। তাছাড়া যে কোনও অভিযোগ এই শিবির থেকেই আজ অফিসিয়ালি রিসিভ করা হয়েছে। শেষে ছিল প্রশ্ন-উত্তর পর্ব।’
অন্যদিকে বেলঘরিয়া,বীজপুর ও জগদ্দল থানাতেও চালু হয়েছে দুয়ারে পুলিশ কর্মসূচি।

Developed by