Breaking
11 Apr 2025, Fri

আবারো ভুয়ো পুলিশের সন্ধান, এবার বেহালাতে


পল্লবী ভাওয়াল, এইকাল নিউজ:

Advertisement


কলকাতা পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা। ঘটনাটি ঘটেছে বেহালার পাঠক পাড়ায়। চাকরি না পেয়ে চাকরির প্রার্থীরা গতকাল রাত ১১ টার পর অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত ব্যক্তিকে।

ওই ব্যক্তির নাম পার্থ দত্ত। অবশেষে তিনি ক্যামেরার সামনে স্বীকার করেন যে অনেকের কাছ থেকেই তিনি লক্ষাধিক টাকা নিয়েছে। পার্থবাবু কলকাতা পুলিশের চাকরি দেবে বলেছে এবং প্রার্থীদের বলেছে কোনো পরীক্ষা দিতে হবে না। যদিও এই ব্যক্তি পুলিশে কাজ করে তার কোনো প্রমান দিতে পারেননি।

তিনি ক্যামেরার সামনে জানান, “তিনি কলকাতা পুলিশের ARS -এ কাজ করেন। তার ID কার্ড ড্রেস সব অফিসে জমা করে আসেন তিনি। বাড়িতে বৌ ও মায়ের সাথে থাকেন। এছাড়াও পার্থবাবুর স্ত্রী বলেন, “তিনিও কোনোদিন নিজের স্বামীর ড্রেস বা ID কার্ড দেখেননি। পার্থবাবু বলেন, তিনি ARS এর এক উচ্চ আধিকারিক কে টাকা দিয়েছেন, তার নাম তিনি বলতে পারবেননা। তবে, ইতিমধ্যে পর্ণশ্রী থানায় অভিযোগ করেন চাকরির প্রার্থীরা। অভিযুক্ত পার্থ দত্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে পর্ণশ্রী থানার পুলিশ।

Developed by