শোভনলাল রাহা, এইকাল নিউজ:

খেলা হবে দিবস উপলক্ষে নৈহাটিতে শুরু হল নকআউট ফুটবল টুর্নামেন্ট নৈহাটি গোল্ড কাপ। শনিবার নৈহাটির এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে ‘খেলা হবে’র অর্থ বিশ্লেষণ করলেন রাজ্যের দমকলন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ”খেলা হবে স্লোগানকে অনেকেই নির্বাচনের সময় অপব্যাখ্যা করেছেন। কিন্তু আদতে ‘খেলা হবে’ এই শব্দবন্ধ ব্যবহার করে তৃণমূল কংগ্রেস রাজ্যে সুস্থ সংস্কৃতির ধরা বজায় রাখার বার্তা দিয়েছে। খেলা হবে মনে, সুস্থ সাংস্কৃতিক পরিবেশে সব কিছুই হবে স্বাভাবিক ছন্দে, স্পোর্টিংলি।”
এদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মন্ত্রী সুজিত বসু ছাড়াও গোল্ড কাপের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট গোলকিপার শিল্টন পাল, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, মুখ্য পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, উত্তর ব্যারাকপুরের মুখ্য পুরপ্রশাসক মলয় ঘোষ, কাঁচড়াপাড়ার মুখ্য পুরপ্রশাসক সুদামা রায়, হালিশহরের মুখ্য প্রশাসক রাজু সাহানি প্রমুখ।
বিকেল তিনটেয় উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। সর্দান সমিতি ও এরিয়ান এর মধ্যে প্রথমদিনের খেলা অনুষ্ঠিত হল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে খেলা হবে দিবস পালনের কথা রেখেই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ আগস্ট।
অন্যদিকে, নৈহাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সনৎ দে আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন, যাতে এই স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ আয়োজন করা হয়। আবেদনে সাড়া দিয়ে আইএফএ সভাপতি এদিন জানিয়ে দেন, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলানো হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে।
