Breaking
11 Apr 2025, Fri

সারা বাংলা বাস্তুহারা সমিতির অন্যতম রূপকার দ্বিজেন চন্দ্র ঘোষের শতবার্ষিকী

এইকাল নিউজ:

৩০ জুলাই 2021 সারাবাংলা বাস্তুহারা সমিতির অন্যতম রূপকার তথা নৈহাটি বিজয়নগর কলোনির একজন অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় দ্বিজেন চন্দ্র ঘোষের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তার নিজস্ব বাসভবনের সামনে শতবার্ষিকী উদযাপন এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক গোপাল বসুর জ্যেষ্ঠ পুত্র বিক্রম বসু, প্রাক্তন বিধায়ক অজিত বসুর জ্যেষ্ঠ পুত্র অসীম বসু, এছাড়া U. C. R. র সদস্য দীপক ভট্টাচার্য, গোপাল চক্রবর্তী, নৈহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মাননীয় কানাইলাল আচার্য, বামপন্থী নেতা তামস গুহ, বিশিষ্ট সাংবাদিক সুনাম দাস বিশিষ্ট ডাক্তার ডাঃ শ্যামল বন্দ্যোপাধ্যায়, সুব্রত বাগচী, সিপিআই নেতা রবি জানা ও
রক্তদান আন্দোলনের পথিকৃৎ কংগ্রেস নেতা পরেশ সরকার। এছাড়াও প্রাক্তন কাউন্সিলর সুপ্ৰবীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য চিন্ময় গাঙ্গুলী, বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত মহান্ত, প্রাক্তন বিধায়ক রঞ্জিত কুন্ডু মহাশয় এর কন্যা ইন্দ্রানী কুন্ডু মুখার্জি।
শ্রদ্ধেয় দ্বিজেন ঘোষ তখনকার পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের নেত্রকোনার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একবারে রামগোপালপুর বোর্ডিং স্কুলে ক্লাস সেভেন এ ভর্তি হন পড়াশোনা চলাকালীন কলকাতায় আসেন কুড়ি একুশ বছর বয়স থেকেই তিনি উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। এই আন্দোলনের জন্য তাকে অনেকবার বিভিন্ন জেলে থাকতে হয়।
বক্সার জেল, আলিপুর সেন্ট্রাল জেল, দমদম সেন্ট্রাল জেলে থেকেছেন এই আন্দোলনের কারনে।
সারা বাংলায় বিভিন্ন জায়গায় তিনি কলোনি প্রতিষ্ঠা করেছেন এছাড়া নৈহাটির কলোনির প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা পালন করেছেন। তার স্ত্রী শিক্ষিকা হিমানী ঘোষ, পুত্র পার্থপ্রতিম ঘোষ, পুত্রবধূ শিলা ঘোষ, দুই নাতনি রাজ্যশ্রী ঘোষ ও পৃথা ঘোষ এদিনের স্মরণ অনুষ্ঠানে ছিলেন। এছাড়াও তিনি বামপন্থী আন্দোলনের সিপিআই পার্টি করে গেছেন। সারা ভারতবর্ষে উদ্বাস্তু আন্দোলনের কথা যখনই লেখা হবে শ্রদ্ধেয় দ্বিজেন ঘোষ মহাশয় এর নাম অবশ্যই লেখা থাকবে।

Developed by