Breaking
11 Apr 2025, Fri

বীজপুরের বিধায়কের হাতধরে প্রসাদনগরের বিজেপি কর্মীরা তৃণমূলে


শোভনলাল রাহা, এইকাল নিউজ: ব্যারাকপুরের অর্জুন দুর্গে ফের ফাঁটল। শুক্রবার দুপুরে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলে যোগ দিল। তৃণমূল ছাত্রনেতা পার্থ সাহার নেতৃত্বে শুধুমাত্র প্রসাদনগর এলাকা থেকেই বিজেপি কর্মীরা এদিন তৃণমূল কংগ্রেসে যোগদিল বলে জানা গেছে।
প্রসঙ্গত বীজপুর বিধানসভা কেন্দ্রে মুকুল পুত্রকে হারিয়ে জিতেছেন তৃণমূলের সুবোধ অধিকারী। ২০১৯ সালে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং জেতার পর যখন তৃণমূলের সব কর্মী সমর্থকরা ভয়ে ঘরে ঢুকে গেছিলেন ঠিক সেই সময় সুবোধ অধিকারীর চওড়া কাঁধে ভর দিয়ে গোটা ব্যারাকপুর লোকসভা এলাকায় ঘুরে দাঁড়িয়েছিল তৃণমূল। বিধানসভা ভোটে জেতার পর এলাকায় ধাপে ধাপে বিজেপির বহু কর্মী সমর্থক ও নেতারা বিজেপি ছেড়ে বিধায়ক সুবোধের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হালিশহরের মুখ্য পুরপ্রশাসক রাজু সাহানি, তৃণমূলের যুবনেতা কমল অধিকারী প্রমুখ। তবে কয়েকদিন আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হালিশহরের ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ (বাপী) ঘোষ এদিনের এই যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। প্রসঙ্গত মাস দুয়েক আগে সিপিএমের এরিয়া কমিটির সদস্য এবং হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল শম্ভুনাথ ঘোষের হাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পতাকা তুলে দেন জেলার দাপুটে তৃণমূল নেতা তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধ অধিকারী ঘোষণা করেছিলেন হালিশহরের ১৭ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দেবেন শম্ভুনাথ ঘোষ। কিন্তু এদিনের অনুষ্ঠানে শম্ভুনাথ ঘোষের অনুপস্থিতি নিয়ে দলের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন! যদিও এদিনের অনুষ্ঠানের পর পার্থ (পল) সাহা জানিয়েছেন “উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেই এই জয়েনিং করানো হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ডে আমরা সমস্থ তৃণমূল কর্মী সমর্থকরা উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনেই একসঙ্গে পথ চলছি।”

Developed by