
শোভন লাল রাহা,এইকাল নিউজ:
খোল নলচে বদলে ফেলে নতুন করে রাজ্য থেকে টাউন সব কমিটি তৈরি করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এক ব্যক্তি এক পদ নীতি মেনেই তৈরি হল নতুন কমিটি।
এতদিন অখন্ড উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এক ব্যক্তি এক পদ নীতির জেরে বাদ গেলেন।
উত্তর ২৪ পরগনা জেলাকে দল পরিচালনার সুবিধার্থে সাংগঠনিক ভাবে চার ভাগে বিভক্ত করা হল। এগুলি হল, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা, বারাসত সাংগঠনিক জেলা, বসিরহাট সাংগঠনিক জেলা ও বনগাঁ সাংগঠনিক জেলা।
দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি হলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। এখানকার চেয়ারম্যান হলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মহিলা সভাপতি হলেন সোনালী সিংহ রায়, যুব সভাপতি হলেন দেবরাজ চক্রবর্তী, INTTUC সভাপতি হলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
রাজারহাট- গোপালপুর, দমদম উত্তর, দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি,খড়দহ,এমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া,জগদ্দল,নোয়াপাড়া ও ব্যারাকপুর বিধানসভা এলাকা নিয়ে তৈরি হল দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটি।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় মমতা সরকারের মন্ত্রী সভায় স্থান পাওয়ার জোরালো সম্ভবনা ছিল নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের। কিন্তু মন্ত্রী সভায় তাঁর নাম না থাকার পর মমতার ঘনিষ্ঠ বৃত্ত থেকে শোনা গিয়েছিল পার্থ ভৌমিকের স্বচ্ছ ও দক্ষ সাংগঠনিক ভাবমূর্তিকে কাজে লাগাতে দলনেত্রী তাঁকে সাংগঠনিক বড় দায়িত্বে আনবেন।