
শোভনলাল রাহা, এইকাল নিউজ:
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টুইটার এবং ফেসবুকে দেখা গিয়েছে এযাবৎকালের সব থেকে বড় ভার্চুয়াল রাজনৈতিক জমায়েত। পাশাপাশি ঝড়ের বেগে ভাইরাল হয় প্রতিষ্ঠা দিবসের থিম সং।
প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ একটি গান প্রকাশ করে তাদের অফিসিয়াল ইউটিউব পেজে। গানের নাম “দেশ বাঁচাবে মমতা”। গত কয়েক দিনে গানটি রীতিমত ভাইরাল হয়।
উল্লেখ্য, ২৮ আগস্ট, প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সকাল ১০টা থেকে #TMCPFoundationDay দিয়ে একটি টুইটার ট্রেন্ডিং শুরু করেন। আর এই ট্রেন্ডিং শুরু হওয়ার ৩২ মিনিটের মাথায় সারা দেশে ১ নং স্থান অধিকার করে। সারাদিনে প্রায় ৫ লক্ষের অধিক টুইট হয় তৃণমূল ছাত্র পরিষদের। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের যোগ্য নেতৃত্বেই এই সাফল্য বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের।
ওইদিন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী তাপস রায়-সহ অন্যান্য নেতৃত্ব। এরপর দুপুর ২ টো থেকে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, অসম, গুজরাটেও বিভিন্ন কলেজের গেটে স্ক্রিনিংয়ের মাধ্যমে তাঁর বক্তব্য পৌঁছে দেওয়া হয় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে।