Breaking
11 Apr 2025, Fri

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র বাঙালি ও ভারতীয় অভিনেত্রী হিসেবে মঞ্চ মাতালেন শ্রীলেখা মিত্র, ভেনিস থেকে প্রথম প্রতিক্রিয়া জানালেন এইকাল এর সম্পাদক শোভনলাল রাহাকে

‘ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।’ হ্যাঁ এমনটাই ফের ঘটল। আদিত্য বিক্রম সেনগুপ্তের পরিচালনায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ ফিল্মে অভিনয়ের সুবাদে ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন স্বনামধন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করলেন শ্রীলেখা।

Advertisement


এ প্রসঙ্গে ভেনিস থেকে দূরাভাসে টলিউডের প্রথমসারির এই অভিনেত্রী জানান, রেড কার্পেটে হেঁটেছেন তিনি সম্পূর্ণ বাঙালি সাজে। সবুজ শাড়ি আর সঙ্গে হালকা গয়নায় বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরেছেন তিনি। একমাত্র বাঙালি ও একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে শ্রীলেখা মিত্র ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে মঞ্চ মাতালেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে রয়েছেন শ্রীলেখা। অন্নদাতা, কাঁটা তার এর মতো অসংখ্য হিট ছবির নায়িকা শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্ট বক্তা। ঠোঁট কাটা, আর অসম্ভব আত্মমর্যাদা সম্পন্ন এই অভিনেত্রী সম্প্রতি ট্রোলের শিকারও হয়েছেন। তাঁর পশুপ্রেম নিয়ে অপব্যাখ্যাও করেছেন নিন্দুকেরা। কিন্তু প্রচার বিমুখ অভিমানী এই নায়িকা তাঁর এই সাফল্যের কথা মুখ ফুটে মিডিয়াকে বলেননি। নিজের কর্মদক্ষতা ও সততার উপর বিশ্বাসী শ্রীলেখা মিত্র নিন্দুকদের যোগ্য জবাব দিলেন বলেই মনে করছেন চলচ্চিত্র জগৎ। শ্রীলেখা বলেন, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ ফিল্মের পরিচালক বিক্রম সেনগুপ্তর কাছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘Once Upon The Time in Calcutta’। যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা। আর সেকারণেই নিমন্ত্রণ রক্ষা করতে ভেনিসে গিয়েছেন অভিনেত্রী।

শ্রীলেখা বলেন ‘জীবনে যতটুকু সাফল্য পেয়েছি তা আমাকে নিজের যোগ্যতায় কষ্ট করে অর্জন করতে হয়েছে। কারন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কোনও গড ফাদার নেই। আর আমার এত বছরের কেরিয়ারে কোনো নায়ক, পরিচালক, প্রযোজক বা এই ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে প্রেম করে বা কোনোরকম সম্পর্ক স্থাপন করে টিকে থাকতে হয়নি। টলিউডে কোনো বাবা, দাদা, বা প্রেমিক আমাকে সাফল্যের লিফটে তুলে দেয়নি। সিঁড়ি দিয়ে ঘাম ঝরিয়ে উপরে উঠেছি। তাই আমার সাফল্যের একমাত্র দাবিদার আমার লক্ষ লক্ষ ফ্যানেরা।’

Developed by