শোভনলাল রাহা, এইকাল নিউজ:

রাত গভীর হলেই কাকিনাড়া নৈহাটি সহ পার্শ্ববর্তী অঞ্চলে বেপরোয়া বাইক বাজদের প্রভাবে পথ দুর্ঘটনা বাড়ছে এলাকায়। বিশেষ করে অবাঙালি এলাকাগুলিতে টিনেজার বাইক বাজদের দৌরাত্ম্যে ক্রমশই অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার মানুষ। প্রায় দিনই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচলতি নিত্যযাত্রীরা। সম্প্রতি এলাকার বিশিষ্ট বাচিকশিল্পী তথা অভিনেতা অলোক মুখোপাধ্যায় নৈহাটি স্টেশন সংলগ্ন ঘোষপাড়া রুডি বাইকের ধাক্কায় প্রাণ হারান।
নৈহাটি স্টেশন চত্বর, রামকৃষ্ণ মোর, গৌরীপুর চৌমাথা, পাওয়ার হাউজ মোড় কাকিনাড়া স্টেশন চত্বর, ইত্যাদি এলাকায় রাত বাড়লেই পাল্লা দিয়ে বাড়ছে বেপরোয়া বাইক রাজ। এলাকার বাইরে উঠতি বয়সের ছেলেরা বাইক নিয়ে ভিড় জমাচ্ছে রাস্তায়। এদের মধ্যে অধিকাংশই নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে রাস্তায়। স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসনিক উদাসীনতায় এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে।
সম্প্রতি এলাকার জনপ্রিয় বাচিকশিল্পী তথা অভিনেতা অলোক মুখোপাধ্যায় পথ দুর্ঘটনায় মারা যান। তিনি রাত্রিবেলা সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পিছন দিক থেকে একটি বেপরোয়া গতিতে আসা বাইক তাকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর তার মৃত্যু হয়। অলোকবাবুর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বুদ্ধিজীবি মহল।
অভিনেতা তথা বাচিক শিল্পী অলক মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল নৈহাটির সমরেশ বসু কক্ষে। আয়োজক প্রেমাশিস অধিকারী, সিধু ক্ষ্যাপা, সুমিত দেবনাথ ও প্রদীপ নিয়োগীরা অলক মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করেন।
গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে স্মরণসভায় শিল্পী অলক মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করা হয়।
