Breaking
11 Apr 2025, Fri

শেষ প্রচারে বর্ণময় শোভাযাত্রা
যেন বিজয় মিছিল মৌসুমীর

শোভনলাল রাহা, এইকাল নিউজ

Advertisement
:

কলকাতা পুরভোটের প্রচারের শেষ দিনে ৯৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মৌসুমী দাসের সমর্থনে আয়োজিত হল বর্ণময় মহামিছিল। সেই মিছিলের পুরভাগে ছিল ধামসা মাদল, ছিলেন মহিলা ঢাকিরা, মহিলা বাউল দল, তাসা। এছাড়া শতাধিক বাইক ও ম্যাটাডোরে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূলের কয়েকশো পুরুষ ও মহিলা সমর্থক। এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা মেয়র পরিষদ রতন দে’কে সঙ্গে নিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে গোটা ৯৩ নম্বর ওয়ার্ড পরিক্রমা করলেন মা-মাটি-মানুষের প্রার্থী মৌসুমী দাস।

মিছিলের সময় রাস্তার দু’পাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল চলাকালীন জায়গায় জায়গায় কোথাও মহিলা কোথাও বৃদ্ধ-বৃদ্ধারা প্রার্থী মৌসুমী দাসকে গাড়ি থামিয়ে ফুলের মালা পরিয়ে অভিবাদন জানিয়েছেন। কেউ ছড়িয়েছেন ফুলের পাপড়ি।

কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডটি এবার মহিলা সংরক্ষিত। এই ওয়ার্ডে এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন শিক্ষিকা ও সুপরিচিত সঙ্গীত শিল্পী মৌসুমী দাসকে। প্রবীণদের পাশাপাশি এবারের কলকাতা পুরভোটে যে একগুচ্ছ নতুন মুখ এনেছেন তৃণমূল সুপ্রিমো, মৌসুমী তাঁদের অন্যতম। আর নেত্রীর নির্দেশ পেয়েই স্কুলের শিক্ষকতা, গান ও সংসার সামলে রাজনীতির ময়দানে ঝাঁপিয়েছেন মৌসুমী।

নিজের এলাকা নিয়ে সচেতন মৌসুমী দাস জানালেন, “পানীয় জলের ফ্লো বাড়ানো, বর্ষায় জায়গায় জায়গায় জমা জলের সমস্যা দূরীকরণ, আর পরিবেশ দূষণ রোধে এলাকায় সবুজায়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী মৌসুমী দাসের প্রচারে ঝড় তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী ও কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, স্থানীয় রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায় থেকে শুরু করে রাজ্য ও জেলার শীর্ষ নেতারা। মহিলাদের স্বনির্ভরতায় জোর দিতে জনসভায় প্রিয় মৌসুমীর হয়ে ভোট চেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সৌন্দর্য বিশেষজ্ঞ কেয়া শেঠ।

প্রার্থী হিসেবে মৌসুমী দাস নতুন মুখ হলেও রাজনীতিতে একেবারে আনকোরা নন। মা শেফালী নন্দী ছিলেন বারুইপুরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য, ঠাকুরদা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে বিয়ের সুবাদে শ্বশুরবাড়িতে এসেও নিয়মিত রাজনৈতিক চর্চার পরিবেশ পেয়েছেন। বিভিন্ন সময়ে তাঁর পারিবারিক অনুষ্ঠানে অতিথি হয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রীরা। ভোট প্রচারে মৌসুমী দাসের বলিষ্ঠ বক্তব্য থেকে পরিষ্কার তাঁর পরিপক্ক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ৯৩ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিককে তাঁর অঙ্গীকার, “রং দেখব না, দল দেখব না, আপনাদের আশীর্বাদ পেয়ে জিতে কাউন্সিলর হলে আগামী পাঁচ বছর ৩৬৫ দিন ২৪ ঘণ্টা আপনদের সেবক হিসেবে কাজ করব।”

Developed by