Breaking
11 Apr 2025, Fri

কোন চরিত্রে অভিনয় করতে অগ্রহী আয়ুষ্মান?

এইকাল নিউজঃ

টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার চরিত্রে অভিনয় করতে চান আয়ুষ্মান খুরানা। যদি কেউ নীরজের বায়োপিক তৈরি করেন তাহলে তিনি নীরজ হতে চান বলে জানিয়েছেন আয়ুষ্মান। তবে নীরজ যদি নিজেই সেই চরিত্রে অভিনয় করেন, তা হলে তিনি পিছিয়ে আসবেন। একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই অভিনেতা। আয়ুষ্মান জানান, মানুষের জীবনের গল্প থেকেই অনুপ্রেরণা খুঁজে পান তিনি। সেই নিরিখেই নীরজ চোপড়া তাঁর অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এখন দেখার বিষয় এটাই যে নীরজকে বলিউডে আরও একটি স্পোর্টস বায়োপিক তৈরি হয় কিনা। সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।

Developed by