Breaking
11 Apr 2025, Fri

কাল থেকে বন্ধ সুইমিংপুল, জিম, সেলুন, পার্লার! 50% ক্যাপাসিটি নিয়ে কী কী খোলা যাবে দেখে নিন এক নজরে

শোভনলাল রাহা, এইকাল নিউজ:

Advertisement

করোনার বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ গোটা দেশে। কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে বাংলাতেও।

চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। শনিবার তা বেড়ে ছাড়িয়ে গিয়েছে সাড়ে চার হাজারের গণ্ডি। অর্থাত্‍, মাত্র ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি হয়েছে রাজ্যে। এমনকি রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

এই পরিস্থিতিতে আগেভাগেই লাগাম শক্ত করছে রাজ্য সরকার। বর্তমান কোভিড ও ওমিক্রনের কথা মাথায় রেখেই আজ রবিবার নবান্ন থেকে ঘোষণা করা হল একগুচ্ছ বিধিনিষেধের। যা লাগা হবে আগামিকাল অর্থাত্‍ সোমবার থেকেই।

গত কয়েক মাসে নাইট কার্ফু অনেকটাই শিথিল হয়েছিল। ইংরেজি নতুন বছর পালনের জন্য গত কয়েকটা দিন কোনও বিধিনিষেধই ছিল না। তবে এ বার কড়াকড়ি নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। রবিবার নবান্ন যে ঘোষণা করেছে তাতে সোমবার থেকে নতুন করে নাইট কার্ফু চলু হবে। নতুন নিয়মে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কোনও রকম গাড়িঘোড়া রাস্তায় চলবে না।

দিনের বেলা সব স্বাভাবিক থাকলেও সোমবার থেকে লোকাল ট্রেন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছ রাজ্য সরকার। সোমবার থেকেই সন্ধ্যার পরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, কোনও প্রান্তিক স্টেশন থেকে সন্ধ্যা ৭টার পরে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। এর পরে সড়ক পথে যাতায়াত করা যাবে রাত ১০টা পর্যন্ত। এর পরে সেটাও বন্ধ থাকবে। রাজ্য সরকারের যে পরিকল্পনা তাতে রাতের দিকে যাতে কোনও যানবাহন চলাচল না করে সে দিকে কড়া নজর রাখবে প্রশাসন।

কী কী বিধিনিষেধ জারি হচ্ছে দেখুন এক নজরে-

১) আগামীকাল থেকে রাজ্যে বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান।

২) লোকাল ট্রেন চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। সন্ধ্যে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।

৩) কলকাতা মেট্রোরেল চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

৪) সরকারি ও বেসরকারি সমস্ত অফিসে হাজিরা দিতে পারবেন ৫০ শতাংশ কর্মচারী।

৫) সমস্ত সুইমিংপুল, স্পা, জিম, সেলুন, বিউটিপার্লার, বিনোদন পার্ক সম্পূর্ণ বন্ধ থাকবে।

৬) সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতা চিড়িয়াখানা।

৭) রেস্তোরাঁ, বার ও সিনেমাহলে ৫০ শতাংশ মানুষ বসতে পারবেন।

৮) যে কোন হলে ৫০ শতাংশ আসনে দর্শকরা বসতে পারবেন।

৯) বিয়েবাড়ি সহ যে কোন সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন জমায়েত হতে পারবেন। শেষযাত্রায় ২০ জন থাকতে পারবেন।

১০) লন্ডন থেকে কলকাতাগামী বিমান পরিষবা বন্ধ থাকবে। মুম্বই সহ বিভিন্ন আন্তঃরাজ্য বিমান পরিষবা চালু রাখা নিয়ে প্রতি সপ্তাহে ২ দিন করে রিভিউ করা হবে।

১১) চালু হচ্ছে মাইক্রো কনটেইনমেন্ট জোন। কোনও স্থানে ৫ জনের বেশি করোনা আক্রান্ত হলেই মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে।

আপাতত পশ্চিমবঙ্গে এই বিধিনিষেধ জারি করা হচ্ছে বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে।

Developed by