Breaking
11 Apr 2025, Fri

নৈহাটি-হালিশহরে বহাল অশোক-রাজু, পুরপ্রধান পদে নতুন মুখ কাঁচরাপাড়া ও ভাটপাড়ায়

শোভনলাল রাহা, এইকাল নিউজ :

পূর্ব নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার শপথ নিলেন ব্যারাকপুর মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চার পুরসভার পুরপ্রধান উপ পুরপ্রধানরা। গোড়ার দিকে জল্পনা থাকলেও নৈহাটিতে পুরপ্রধান ও উপ পুরপ্রধান পদে কোনও বদল না হওয়ার বিষয়ে তৃণমূলের দলীয় সিদ্ধান্ত সামনে এসেছিল আগেই। সেইমতোই এদিন নৈহাটি পুরসভায় পুরপ্রধান ও উপ পুরপ্রধান পদে বহাল থাকলেন অশোক চট্টোপাধ্যায় ও ভজন মুখোপাধ্যায়।

পুরপ্রধান পদে পরিবর্তন আনা হয়নি হালিশহরেও। এই পুরসভায় গত পুরবোর্ডের শুরুতে পুরপ্রধান ছিলেন অংশুমান রায়। কিন্তু পরবর্তীতে তিনি ইস্তফা দেন। দলের তরফে তখন ওই পদে বসানো হয় রাজু সাহানিকে। পুরবোর্ডের মেয়াদ ফুরোনোর পরেও প্রশাসক হিসেবে দক্ষতার সঙ্গেই সেই দায়িত্ব সামলেছেন রাজু। এবারেও সেই হালিশহর পুরসভায় তাই পুরপ্রধান পদে রাজু সাহানির ওপরেই আস্থা রেখেছে দল। উপ পুরপ্রধান পদে আনা হয়েছে তরতাজা মুখ, তৃণমূলের ছাত্র নেতা শুভঙ্কর ঘোষ ওরফে সোনাইকে।
কাঁচরাপাড়ার পুরপ্রধান ও উপ পুরপ্রধান দুই পদেই বদল আনা হয়েছে। এই পুরসভার পুরপ্রধান পদে বসানো হল কমল অধিকারীকে। কমল বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। শুধু তাই নয়, লোকসভা ভোট পরবর্তী সময়ে সন্ত্রাস বিধ্বস্ত বীজপুরে তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল ফেরাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। অন্যদিকে, এই পুরসভায় উপ পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বীজপুরের দুবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে।

ভাটপাড়া পুরসভার পুরপ্রধান হয়েছেন এলাকার দীর্ঘদিনের কাউন্সিলর রেবা রাহা। তাঁর আরও একটি পরিচয়, তিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মা। উপ পুরপ্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে লড়াকু তৃণমূল নেতা শিক্ষক অরুণ ব্রহ্মকে।

Developed by